নানুরে বিধায়কের উদ্যোগে বাড়ি ফিরেই তৃণমূলে যোগ ঘরছাড়া বিজেপি সমর্থকদের

Continues below advertisement

নানুরের তৃণমূল বিধায়কের উদ্যোগে গ্রামে ফিরলেন ঘরছাড়া বিজেপি সমর্থকরা। ফিরে এসে যোগ দিলেন তৃণমূলে। ভোটের ফল ঘোষণার পর থেকে ঘরছাড়া ছিল পাকুড়হাস গ্রামের বিজেপি সমর্থক ৭৫টি পরিবার। মঙ্গলবার জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে বিজেপির জেলা নেতৃত্ব ঘরছাড়াদের তালিকা পেশ করে।প্রশাসন উদ্যোগ নেওয়ার আগেই গতকাল নানুরের তৃণমূল বিধায়কের হাত ধরে গ্রামে ফেরেন ঘরছাড়া বিজেপি সমর্থকরা। তৃণমূলে যোগ দিয়ে তাদের দাবি, ঘরে ফিরতে চেয়ে বারবার আবেদন জানালেও বিজেপি নেতৃত্ব কর্ণপাত করেনি। অন্যদিকে, বিজেপির দাবি, তৃণমূলের ভয়েই গ্রাম ছাড়েন ওই সমর্থকরা। তাই ফিরে এসেই তৃণমূলে যোগ দিয়েছেন। বিজেপি নেতৃত্ব ব্যবস্থা না নেওয়ায়, ঘরছাড়াদের ফেরানোর উদ্যোগ নিতে হয়েছে, পাল্টা দাবি তৃণমূলের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram