Purba Bardhaman : বিজেপির সমর্থনে তৃণমূলের প্রধান! আর তৃণমূলের সমর্থনে বিজেপির উপপ্রধান! ABP Ananda
Continues below advertisement
বিজেপির সমর্থনে তৃণমূলের প্রধান! আর তৃণমূলের সমর্থনে বিজেপির উপপ্রধান!এমনই নজিরবিহীন বোর্ড গঠন হল পূর্ব বর্ধমানের গলসি ২ নম্বর ব্লকের গোহগ্রাম পঞ্চায়েতে। ১৬ আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে তৃণমূল পায় ৭টি আর বিজেপি পায় ৩টি আসন। সিপিএম পায় ১টি আসন, নির্দলের দখলের যায় ৫টি আসন। বোর্ড গঠনের সময় তৃণমূলকে সমর্থন করে এক নির্দল প্রার্থী। বিজেপি, সিপিএম ও বাকি ৪ নির্দল জোটবদ্ধ হয়, ফলে, তাদের মোট সংখ্য়া দাঁড়ায় ৮। এরমধ্য়ে বিজেপির এক জয়ী প্রার্থী সমর্থন করে তৃণমূলকে। এক নির্দল ও এক বিজেপি প্রার্থীর সমর্থনে বোর্ড গঠন করে তৃণমূল।
Continues below advertisement