Suvendu Adhikari News: 'ভারত যখন হিট করবে বুঝতে পারবে', ফের বাংলাদেশকে হুঙ্কার শুভেন্দুর
ABP Ananda live: 'ভারত যখন হিট করবে বুঝতে পারবে। ভারত সাধারণত কোনও মশা, মাছিকে হিট করে না', বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য শুভেন্দুর। ১৯৬০-৭০ সালের পুরনো ভাঙা ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয়না। বন্দুকে যুদ্ধ হয় না, ম্যান পাওয়ার লাগে না। ভারতে কাছে এত উন্নত প্রযুক্তির ড্রোন আছে যেটা কলকাতা থেকে ওখানে একদম ভাল উত্তর দেওয়া যায়', হুঙ্কার শুভেন্দুর।
নুরুল হক-কে নারায়ণ অধিকারী বানিয়েছিল ধৃত সমীর দাসই ! চাঞ্চল্যকর তথ্য ফাঁস
বাংলাদেশের নুরুল হক ভারতে এসে হয়ে গেছিলেন নারায়ণ অধিকারী। রফিকুল ইসলাম আবার ভারতে ঢুকে বারাসাতে পেল্লাই বাড়িও বানিয়ে ফেলেছিলেন। দত্তপুকুর থেকে ধৃত রফিকুল ইসলাম এবং নুরুল হক ওরফে নারায়ণ অধিকারীর নথি তৈরি করে দিয়েছিল নথি-জালকাণ্ডে ধৃত সমীর দাস, দাবি পুলিশের। রফিকুল ও নারায়ণ অধিকারীকে হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারে বারাসাত থানার পুলিশ। জাল নথি দিয়ে নুরুল ইসলাম শুধু নাম বদল করে নারায়ণ অধিকারী হননি, ভোল বদলও করেছিলেন, পুলিশ সূত্রে খবর। ভোল বদলের পর নুরুল ইসলামকে বাড়ি ছাড়া করতে রফিকুলকে চাপ দিচ্ছিল স্থানীয় বাসিন্দারা, পুলিশ সূত্রে খবর। দত্তপুকুর থেকে ধৃত রফিকুল ইসলামের বাড়িতে প্রচুর বাংলাদেশিদের যাতায়াত ছিল, পুলিশ সূত্রে খবর। দত্তপুকুরের কাজীপাড়ায় নিজের নামে বাড়িও বানিয়ে ফেলেছিল রফিকুল। আর নুরুল হককে এদেশে আসার পর নারায়ণ অধিকারী বানানোর পিছনে সমীর দাসেরই হাত রয়েছে বলে অনুমান পুলিশের।