Suvendu Adhikari: 'নরেন্দ্র মোদিকে বহিরাগত বলে তৃণমূল', করিমপুরের সভা থেকে আক্রমণে শুভেন্দু
ABP Ananda LIVE: 'যেদিন গরুর গাড়ির হেডলাইট হবে, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)প্রধানমন্ত্রী হবেন'। 'সিপিএম ত্রিপুরা থেকে উঠে গেছে, পশ্চিমবঙ্গের(west bengal) বিধানসভাতেও নেই'। 'একমাত্র কেরলে টিমটিম করে জ্বলছে সিপিএম'(CPIM)। 'জলঙ্গি-ডোমকল-রানিনগরে তৃণমূল বলে কিছু ছিল না'। 'সেই সময় তৃণমূলের(TMC) জন্য যা করেছি, তা ভুল করেছি'। 'নরেন্দ্র মোদিকে বহিরাগত বলে তৃণমূল'। 'সেই তৃণমূলই বহিরাগতকে বহরমপুরে প্রার্থী করেছে'। 'গুজরাত থেকে তৃণমূল প্রার্থী ভাড়া করে এনেছে'। 'কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই'। 'আবার উদ্বাস্তু হতে না চাইলে নরেন্দ্র মোদিকেই দরকার'।'সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলের হাত শক্ত করা'। 'তৃণমূল মানেই চোর-ডাকাত- র্নীতিগ্রস্তদের দল'। গার্ডেনরিচ বিপর্যয় নিয়ে ফের তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর(suvendu adhikari)। 'সংখ্যালঘুদের নিয়ে ছিনিমিনি খেলছে তৃণমূল'। করিমপুরের সভা থেকে আক্রমণে শুভেন্দু অধিকারী।