Suvendu Adhikari: ‘বিজেপিকে হারানোর জন্য ফেক ভিডিও বাজারে ছেড়েছিল’, মমতাকে নিশানা শুভেন্দুর

Continues below advertisement

ABP Annada Live: সোমবারই মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। পুলিশের অনুমতি ছাড়াই মুখ্যমন্ত্রীর পাল্টা সভা করেন তিনি মঙ্গলবার। লোকসভা ভোটের সন্দেশখালি আন্দোলন ঘুম কেড়ে নিয়েছিল শাসকদলের। কিন্তু সব হিসেব উল্টে দিয়ে বসিরহাট লোকসভা আসনে সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করেও বাজি জিততে পারেনি বিজেপি। জয়ী হয় তৃণমূল। তারপর আবার সন্দেশ খালিতে গিয়ে তৃণমূলকে হারানোর কথা বললেন শুভেন্দু। বললেন, 'ভুলে যেতে বলেছেন আপনি, এখানকার লোক ভুলবে না, আমিও ভুলব না। এরাজ্যে বিজেপি সরকার হলে, সন্দেশখালির ঘটনায় কমিশন বসবে। মমতা আপনাকেও জেলে পাঠাবে বিজেপি। বদলা তো নেব, সুদ-সহ নেব। আইন মেনে নেব। সংবিধানের মধ্যে থেকে নেব।' 

মুখ্যমন্ত্রী সোমবার বলেছিলেন, 'সবাই ভাল থাকবেন। আর মিলেমিশে থাকবেন। কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না।' আর পাল্টা শুভেন্দু বললেন, 'রেখা-মাম্পিরা না লড়লে ওই মাঠ শাহজাহানের নামেই থাকত। সবথেকে বড় কেউ যদি দুষ্টু লোক থাকে, তিনি আর কেউ নন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি'  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram