BJP News: 'উপনির্বাচনের প্রচারে সিভিক ভলান্টিয়ারকে ব্যবহার তৃণমূলের', আক্রমণ শুভেন্দুর

Continues below advertisement

ABP Ananda Live: এবার সিভিক ভলান্টিয়ারকে দিয়ে ভোট প্রচারের অভিযোগ। 'তালডাংরায় উপনির্বাচনের প্রচারে সিভিক ভলান্টিয়ারকে ব্যবহার তৃণমূলের'। এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে অভিযোগ শুভেন্দু অধিকারীর। 'সিভিক ভলান্টিয়ার প্রচার করছেন, এমন কোনও তথ্য পাইনি', ঘটনার রিপোর্ট চেয়েছি, জানালেন বাঁকুড়ার এসপি বৈভব তিওয়ারি। 

'এদের যারা ধরিয়ে দিয়েছে তারাও তৃণমূল, যারা এস সঙ্গে যুক্ত রয়েছে তারাও তৃণমূল। তৃণমূলের ছাত্রনেতারা এর সঙ্গে যুক্ত রয়েছে। পুলিশ তদন্ত করুক, বেরোবে। যুদ্ধক্ষেত্রে বসে আছি', শিয়ালদায় উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, কার্তুজ প্রসঙ্গে বললেন বিজেপি নেতা সজল ঘোষ। বৈঠকখানা রোডে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র, প্রচুর কার্তুজ! STF-এর অভিযান, ৫টি আগ্নেয়াস্ত্র, ৯০ রাউন্ড গুলি উদ্ধার! সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র-ভাণ্ডারের হদিশ । কারা, কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য অস্ত্র মজুত? আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ ২জন আটক: কলকাতা পুলিশ সূত্র । বিহারের মুঙ্গের থেকে অস্ত্র বিক্রির জন্য কলকাতায় আসতেই অভিযানে STF । ২টি 7MM পিস্তল, ৩টি ওয়ান শটার, ৯০ রাউন্ড গুলি-সহ গ্রেফতার ১। অস্ত্রের হাত বদলের আগেই ইজরায়েল খান নামে ঝাড়খণ্ডের বাসিন্দা গ্রেফতার । ঝাড়খণ্ডের হান্টারগঞ্জের বাসিন্দা ইসমাইল খান: পুলিশ সূত্র।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram