Suvendu Adhikari: আমরা কখনও হিন্দুত্বের নামে ভোট চাই না, আমরা সবসময় বিকাশের নামে ভোট চাই: শুভেন্দু
ABP Ananda LIVE: 'আমি বিরোধী দলনেতা, সংগঠনের দায়িত্ব নেই'। 'কখনও সংবাদমাধ্যমে এমন কিছু বলি না, যাতে বুথের কর্মী হতাশ হয়'। 'আমি সব ছেড়ে দিয়ে বিজেপিতে এসেছি'। 'মানিকতলায় হিন্দিভাষীদের ঘর থেকে বেরোতে দেয়নি'। '১১টি আবাসনের ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি'। '৩৫৬ ধারা জারি করে আমরা ক্ষমতা চাই না'। 'পিছনের দরজা দিয়ে আমরা নবান্নে যেতে চাই না'। 'ভোটে জিতে নবান্ন দখল করব'।
কুলতলির পয়তারহাটে পুলিশের ওপর হামলার পর কেটে গিয়েছে দু’-দু’টো দিন। এখনও অধরা মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার ও তার ভাই সায়রুল সর্দার। পুলিশের অনুমান, গত ১৫ বছর ধরে পয়তারহাট গ্রামে যে নকল সোনা ও জাল নোটের কারবার চলছে, তার কিংপিন গ্রামেরই দুই বাসিন্দা ছাকাত ও বোটো। তাদেরও খোঁজ মেলেনি। গ্রামে যে বেআইনি কারবার চলত, তার বেশ কিছু প্রমাণ পুলিশের হাতে এলেও মূল অভিযুক্তরা ধরা পড়েনি। গতকাল গ্যাংস অফ কুলতলির সদস্য আফতার সর্দার গ্রেফতার হয়। ধৃতকে জেরা করে প্রতারণা-গ্যাংয়ের পাণ্ডাদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে পুলিশ।