SuvenduAdhikari:'তালডাংরায় উপনির্বাচনের প্রচারে সিভিক ভলান্টিয়ারকে ব্যবহার তৃণমূলের',পোস্ট শুভেন্দুর

ABP Ananda Live: এবার সিভিক ভলান্টিয়ারকে দিয়ে ভোট প্রচারের অভিযোগ।'তালডাংরায় উপনির্বাচনের প্রচারে সিভিক ভলান্টিয়ারকে ব্যবহার তৃণমূলের'। এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে  অভিযোগ শুভেন্দু অধিকারীর। সিভিক ভলান্টিয়ার প্রচার করছেন, এমন কোনও তথ্য পাইনি। ঘটনার রিপোর্ট চেয়েছি, জানালেন বাঁককুড়ার এসপি বৈভব তিওয়ারি। 

আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে এবার দ্রোহের গ্যালারি। বিভিন্ন মেডিক্যাল কলেজে আন্দোলন-প্রতিবাদের বিভিন্ন ছবি প্রদর্শনীর আয়োজন করেছিল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। বিচারের দাবিতে আন্দোলন চলবে, জানিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এবার সেখানেই তাণ্ডবের অভিযোগ উঠল। কলকাতা মেডিক্যালে দ্রোহের গ্যালারিতে ভাঙল অভয়া মূর্তি। রাতে দ্রোহের গ্যালারিতে দুষ্কৃতীদের তাণ্ডব, অভিযোগ আন্দোলনকারীদের। গতকাল কলকাতা মেডিক্যালে দ্রোহের গ্যালারিতে অভয়ার প্রতীকী মূর্তি বসানো হয়। 

আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের পর ৩ মাস পেরিয়ে গেছে। অনশন আন্দোলন থেকে প্রতীকী শিরদাঁড়া হাতে লালবাজার অভিযান বা স্বাস্থ্য ভবন অভিযান। গত ৯০ দিনে আন্দোলনের অন্য ভাষা দেখেছে বাংলা ে চলছে মামলার শুনানি। শিয়ালদা আদালতে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। কিন্তু, আর জি কর-কাণ্ডে এখনও অধরা বিচার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola