Suvendu Adhikari : ফের শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে অনুমতি দিল না প্রশাসন I ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ফের শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে অনুমতি দিল না প্রশাসন। ৪ অগাস্ট কোচবিহারে বিধায়কদের নিয়ে জমায়েতের কর্মসূচি। জমায়েতের পর উত্তরকন্যায় ডেপুটেশন কর্মসূচি শুভেন্দু অধিকারীর। 'আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় অনুমতি নয়, জানাল প্রশাসন, খবর বিজেপি সূত্রে। দিঘায় শুভেন্দুর রোহিঙ্গা বিরোধী মিছিলে হাইকোর্টের অনুমতি। শর্তসাপেক্ষে শুভেন্দুর মিছিলে অনুমতি হাইকোর্টের।

 

খাটে রেখে রান্নাঘরে মা, ঘরের মধ্যে জমা বৃষ্টির জলেই ডুবে মৃত্যু ৫ মাসের শিশুর, বিরাটিতে ভয়ঙ্কর ঘটনা

টানা বৃষ্টিতে জলমগ্ন জেলা থেকে জেলা, শহর থেকে শহরতলি। দিনের পর দিন কেটে যাচ্ছে জল নামার চিহ্ন নেই। বেহাল নিকাশী, বৃষ্টি থামলেও জলের তলায় এলাকা । রাস্তা ঘাট জল থৈ থৈ। কোথায় গর্ত, কোথায় ইলেকট্রিকের তার, বোঝার উপায় নেই। পদে পদে পাতা মৃত্য ফাঁদ। বৃষ্টির এই জমা জলে ডুবেই মর্মান্তিক মৃত্যু হয় উত্তর ১৪ পরগনার একরত্তি শিশুর। উত্তর দমদমের ১৩ নম্বর ওয়ার্ডে মাত্র ৫ মাস বয়সেই শেষ হয়ে গেল একটা প্রাণ। নিজের ঘরের মধ্যেই জলে ডুবে মারা গেল ঘুমন্ত শিশু। ভয়াবহ ! 

বিরাটিতে টানা বৃষ্টিতে জল জল থৈ থৈ অধিকাংশ এলাকা।  দিনের পর দেন কেটে যাচ্ছে , জল নামছেও না। গলি থেকে রাজপথ জলে ভরা। স্রোতের মতো জল ঢুকেছে ঘরের মধ্যে। বিছানা থেকে নামলেই জল। নর্দমার নোংরা জল , পোকামাকড়, বালিশ বিছানা, সব যেন একাকার। আর সেই জমা জলেই চলে গেল একরত্তি শিশুকন্যার প্রাণ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola