Suvendu Adhikari : 'রামনবমীর দিনে নন্দীগ্রামের সোনাচূড়াতে রামমন্দির নির্মাণ শুরু', বললেন শুভেন্দু

Continues below advertisement

ABP Ananda LIVE: বিধানসভার পর এবার ফের ধর্মীয় ইস্যুতে সরব শুভেন্দু অধিকারী । রামনবমীতে এক কোটি হন্দুকে রাস্তায় নামার ডাক বিরোধী দলনেতার । এবার গোটা বাংলায় এমনভাবে রামনবমী পালন করতে হবে' । 'যাতে হিন্দু বিরোধী শক্তিদের মুখের উপর জবাব দেওয়া যায়' । ভাল করে রামনবমী পালন করুন, আমিও থাকব মাঠে' । 'গতবার ৫০ লক্ষ হিন্দু নেমেছিল, এক হাজার মিছিল হয়েছিল। 'এবার ২ হাজার মিছিল হবে, এক কোটি হিন্দু রাস্তায় থাকবে ' । কোনও অনুমতি নেবেন না' । হিন্দু তার উৎসব করবে, আমাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে করার'।'রামনবমীর দিনে নন্দীগ্রামের সোনাচূড়াতে রামমন্দির নির্মাণ শুরু', বললেন শুভেন্দু। 

 

দোলের মাঝেই হুঙ্কার TMC সাংসদ পার্থর, 'বিরোধীরা টিভির পর্দায় আছেন, মানুষের সঙ্গে নেই..'

 নৈহাটিতে রঙের উৎসবে রাজনীতির উত্তাপ। প্রভাতফেরিতে হুঙ্কার তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। বললেন, 'বিরোধীরা টিভির পর্দায় আছেন, মাঠে-ময়দানে নেই। একজন বিরোধীকেও দেখবেন না মানুষের সঙ্গে আছেন।'

কবি লিখেছিলেন, আলোকরসে মাতাল রাতে, বাজিল কার বেণু। দোলের হাওয়া সহসা মাতে, ছড়ায় ফুলরেণু। কিন্তু রাজনীতি সর্বস্ব বাংলাতে দোলের হাওয়াতেও রাজনীতি মিলেমিশে একাকার! দোলের দিনও বিরোধীদের কটাক্ষ ছুড়ে দিলেন ব্য়ারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। ব্য়ারাকপুর তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, বিরোধীরা টিভির পর্দায় আছে, মাঠে ময়দানে নেই। একজনকেও দেখবেন না বাঙালির এই উৎসব পালন করতে মাঠে আসতে, মানুষের সাথে আসতে, কোনও বিরোধী কেউ নেই। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram