Suvendu Adhikari:'রাজ্য মানবাধিকার কমিশন আসলে রাজ্যের হাতের পুতুল' কটাক্ষ শুভেন্দুর। ABP Ananda Live
রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য নির্বাচন নিয়ে নবান্নে বৈঠক। নবান্নে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার অধ্যক্ষ। বৈঠকে যোগ দিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য মানবাধিকার কমিশনের নতুন সদস্য হলেন বাসুদেব বন্দ্যোপাধ্যায়। 'এই বৈঠক আসলে আইওয়াশ, তালিকায় তিনজনের নাম ছিল, তালিকায় তিনজনের মধ্যে নাম থাকা বাসুদেব বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নয়নের মণি', আক্রমণ শুভেন্দু অধিকারীর। 'রাজ্য মানবাধিকার কমিশন আসলে রাজ্যের হাতের পুতুল, বিজেপি কর্মী ও বিরোধী নেতারা আক্রান্ত হলে কোনও ব্যবস্থা নেয় না রাজ্য মানবাধিকার কমিশন', আক্রমণ শুভেন্দু অধিকারীর।