Electric Bill: 'বিদ্যুতের দাম কীভাবে বাড়ে, সব জানেন মুখ্যমন্ত্রী', মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপির | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: 'বিদ্যুতের দাম কীভাবে বাড়েন, সব জানেন মুখ্যমন্ত্রী' । সিইএসসির মাসুল বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণে বিজেপি

সরকারকে অন্ধকারে রেখেই বিদ্যুতের মাশুল বাড়াচ্ছে সিইএসসি? 'আমাদের কাছে কোনও খবর নেই, আমাদের সংস্থার মাসুল বাড়াইনি''একটু তো কথা বলে নেবে, এটুকু আমরা আশা করি'
সিইএসসির মাশুল বৃদ্ধি নিয়ে বিস্ময় প্রকাশ খোদ মুখ্যমন্ত্রীর!

বারবার দরবার করেও ঠিক হয়নি রাস্তা, নিকাশি ব্যবস্থা। এই অভিযোগে চন্দ্রকোণার বান্দিপুরে পঞ্চায়েতের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি। তাদের ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিডিও। 

 'প্রশ্নফাঁস হয়েছে, এতে কোনও সন্দেহ নেই।' NEET UG কাণ্ডে মন্তব্য সুপ্রিম কোর্টের Supreme Court)। এদিনের শুনানিতে আদালত জানিয়েছে, পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়ে থাকলে এবং 'দোষীদের চিহ্নিত করতে না পারলে নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে।' 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram