Kunal Ghosh Comment: অগ্নিমিত্রাকে আক্রমণ কুণালের, প্রতিবাদে বিক্ষোভ BJP মহিলা মোর্চার; পাল্টা পথে TMC
এবিপি আনন্দর যুক্তি তক্কো অনুষ্ঠানে, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে নির্লজ্জ, বেহায়া বলে আক্রমণ করেছিলেন কুণাল ঘোষ। তার প্রতিবাদে বুধবার কুণাল ঘোষের বাড়ির কাছে বিক্ষোভ দেখাল বিজেপির মহিলা মোর্চা। পাল্টা পথে নামল তৃণমূলও। কুণাল ঘোষের মন্তব্য়ের প্রতিবাদে জানবাজারে মশাল মিছিলও করে বিজেপি।
Tags :
Agnimitra Paul BJP News TMC News KUnal Ghosh Sandeshkhali Update SandeshKhali Incident Khalistani Comment Controversy Kunal Ghosh On Agnimitra Paul