Suvendu Adhikari: বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনব: শুভেন্দু | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: রতন টাটার প্রয়াণে সিঙ্গুরে মিছিল শুভেন্দু অধিকারীর। মিছিল শেষে পথসভা বিজেপির। শুভেন্দুর মন্তব্য 'সিঙ্গুরে না হল শিল্প, না হল কৃষি', 'রতন টাটাকে তাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়''বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনব''সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুরে ঢোকার সুযোগ করে দিয়েছে' 'মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে তুলে দিলে এ অবস্থা হত না''বর্গাদারদের ক্ষতিপূরণ না দেওয়া বড় ভুল সিপিএমের''তৃণমূল বলেছিল এই জমিতে মাছ চাষ হবে, কিন্তু হয়নি' 'এই জমির প্রকৃতি পরিবর্তন করা যাবে না, ইট, কাঠ, লোহা জমির নিচে রয়েছে''সিপিএমের ডাক্তার নেতা তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের সঙ্গে বৈঠক করেছে' 'তৃণমূল কংগ্রেসকে নির্মূল করতে হবে, তার আগে সিপিএমকে নির্মূল করতে হবে'

বিচার-সহ ১০ দফা দাবিতে ১৪দিনে জুনিয়র ডাক্তারদের অনশন। 'মুখ্যমন্ত্রী একবারের জন্যেও আসতে পারলেন না! উনি কেন এত নিষ্ঠুর? ১০ দফা দাবি মেনে নিতে কেন এত কষ্ট? আমরা জানি, আমাদের লড়াই ন্যায্য। প্রত্যেক জলের ফোঁটার হিসেব দিতে হবে। আর কতদিন অনশন করতে হবে, আপনি বলে দিন', মুখ্যমন্ত্রীর উদ্দেশে বার্তা অনশনরত জুনিয়র ডাক্তারদের। 

সিবিআইয়ের আবেদন, নার্কো টেস্টে সম্মতি দিলেন না সন্দীপ ঘোষ। পলিগ্রাফ টেস্টে সম্মতি দিলেন না ধৃত টালার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। নার্কো টেস্টে সম্মতি দিলেন না আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআইয়ের আবেদনে সাড়া দিলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram