Narendra Modi: 'বিজেপি জিতবে, ফের ক্ষমতায় আসবে NDA', বড়সড় দাবি নরেন্দ্র মোদির | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: বিজেপি জিতবে, ফের ক্ষমতায় আসবে NDA. সংসদ অধিবেশনের (PM Modi in Budget Session) জবাবি ভাষণে বড়সড় দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)। শুধু তাই নয়, আসন্ন লোকসভা নির্বাচনে (Parliament Election) কত আসনে জিততে চলেছে পদ্মশিবির। সেটাও জানিয়ে দিলেন মোদি। বাজেট অধিবেশনের জবাবি ভাষণে দাঁড়িয়ে বললেন, 'আমাদের সরকারের তৃতীয় মেয়াদ (Modi Third term) খুব দূরে নয়। খুব বেশি বলে ১০০-১২৫ দিন বাকি রয়েছে। আমি খুব বেশি নম্বর নিয়ে কথা বলি না। কিন্তু দেশের যা মেজাজ দেখছি তাতে বিজেপি ৩৭০ আসন পাবেই, আর এনডিএ (NDA result) পেরোবে ৪০০ আসন।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola