BJP : কোথাও ব্যারিকেড, কোথাও স্টেশনে টহল জেলা পুলিশের, নবান্ন অভিযানে আসতে বাধা বিজেপি কর্মীদের
Continues below advertisement
কোথাও ব্যারিকেড, কোথাও স্টেশনে টহল জেলা পুলিশের। পুলিশি বাধায় অনেকেই ট্রেনে উঠতে পারেননি, অভিযোগ বিজেপির । কামাখ্যাগুড়ি-আলিপুরদুয়ার জংশন স্টেশনে পুলিশি ‘টহল’ । কোচবিহার, আলিপুরদুয়ারে ট্রেনে উঠতে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ ।
স্পেশাল ট্রেনে বিজেপি কর্মীদের উঠতে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপি কর্মীদের কলকাতা আসা আটকানোর চক্রান্ত, অভিযোগ বিজেপির। প্রশাসন প্রশাসনের কাজ করছে, কিছু বলার নেই, দাবি তৃণমূলের। ‘পুলিশ বিজেপি কর্মীকে আটকায়, এমন প্রমাণ নেই’, লোক নেই, ব্যর্থতা ঢাকা দেওয়ার চেষ্টা, পাল্টা আক্রমণে উদয়ন।
Continues below advertisement
Tags :
Nabanna Stopped BJP Train ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews