Chattrishgarh: ছত্তীসগঢ়ে ভোটের প্রথম দিনেই বিস্ফোরণ, আহত ১ সিআরপিএফ জওয়ান | ABP Ananda LIVE
Continues below advertisement
ছত্তীসগঢ়ের ২০টি বিধানসভা আসন ও মিজোরামে আজ বিধানসভা ভোট । পাঁচ রাজ্যের মধ্যে শুধুমাত্র ছত্তীসগঢ়েই দু’দফায় ভোট হচ্ছে । ভোটগ্রহণ চলাকালীন ছত্তীসগঢ়ের সুকমায় আইইডি বিস্ফোরণ । বিস্ফোরণে ১ সিআরপিএফ জওয়ান আহত । ছত্তীসগঢ়ের মাও অধ্যুষিত ১২টি এলাকার জন্য ৬০ হাজার আধাসেনা-পুলিশ মোতায়েন । প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংহের রাজনন্দগাঁও কেন্দ্রে চলছে ভোটগ্রহণ । বেশি করে ভোট দিন, ছত্তীসগঢ়ের ভোটারদের আবেদন রাহুল গাঁধীর । আপনাদের ভোটেই গড়া হবে সোনার ভবিষ্যৎ, মন্তব্য অমিত শাহের
Continues below advertisement