Calcutta High Court : ওএমআর শিট দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশের পর প্রশ্নের মুখে পর্ষদ
ওএমআর শিট দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশের পর প্রশ্নের মুখে পর্ষদ। 'আসল ওএমআর শিটের প্রতিলিপি না থাকলে টেট পরীক্ষার্থীদের নম্বর বিকৃত করা হয়নি বুঝবেন কী করে? যে ডিজিটাইজড তথ্যের কথা বলছেন, সেটা তো এডিট করা সম্ভব। আসল ওএমআর শিট না থাকাতেই সমস্যার সূত্রপাত', মন্তব্য বিচারপতি অমৃতা সিন্হার |