Bogtui Case: হেফাজতে বগটুইকাণ্ডের মূল অভিযুক্তের রহস্যমৃত্যু, হাইকোর্টে সিবিআইয়ের রক্ষাকবচ। Bangla News

Continues below advertisement

হেফাজতে বগটুইকাণ্ডের মূল অভিযুক্তের রহস্যমৃত্যু, হাইকোর্টে সিবিআইয়ের রক্ষাকবচ। 'সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না সিআইডি'। হেফাজতে লালন শেখের রহস্যমৃত্যুর মামলায় নির্দেশ হাইকোর্টের। 'আপাতত মামলার তদন্ত চালাতে পারবে সিআইডি, কিন্তু পদক্ষেপ নয়' সিআইডি-র তদন্ত প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করার নির্দেশ হাইকোর্টের ।'আদালতের নির্দেশ ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না সিআইডি'। 'অভিযোগপত্র লেখার ক্ষেত্রে লালন শেখের স্ত্রীকে কেউ সাহায্য করে থাকতে পারেন'। লালন শেখের স্ত্রীকে মামলায় পার্টি করার নির্দেশ দিয়ে মন্তব্য বিচারপতির । 'কিছু মামলায় রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে অসহযোগিতা-বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে'। রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার মামলাও বিচারাধীন, মন্তব্য বিচারপতির । শরীরে আঘাতের কিছু চিহ্ন আছে, ময়না তদন্তের রিপোর্ট দেখে মন্তব্য বিচারপতির

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram