Khaibar Pass 2023: ফিস ফ্রাই-ফিসবাটার ফ্রাই থেকে চিকেন কাটলেট-কাবাব ফ্রাই, খাইবার পাসে হাজির বকখালির ভেটকি মাছের স্টল
বকখালির ভেটকি মাছের (Bokkhali Bhetki) স্টল হাজির এবারের খাইবার পাসে (Khaibar Pass)। তবে শুধু ভেটকিই নয়, রয়েছে মুরগির একাধিক পদও। ফিস ফ্রাই-ফিসবাটার ফ্রাই সঙ্গে, চিকেন কাটলেট-কাবাব ফ্রাই। আপনার রসনা তৃপ্তি করতে সর্বোত ভাবে তৈরি এই স্টল।