Basanti Bomb Blast: বোমা বাঁধার সময় বিস্ফোরণ, পঞ্চায়েত ভোটের আগে ফের রক্তাক্ত বাসন্তী
পঞ্চায়েত ভোটের আগে ফের রক্তাক্ত বাসন্তী (Basanti)। বোমা বাঁধার সময় বিস্ফোরণ (Bomb Blast)। জখম ৪। বিস্ফোরণের পর আগুন। ৭ জনের নামে এফআইআর। বাড়িমালিক-সহ গ্রেফতার ২।
বাসন্তীর পর বীরভূমের (Birbhum) মাড়গ্রামে বিস্ফোরণ। বোমা ফেটে মৃত ১। জখম তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাই। বাইকে বোমা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ, দাবি স্থানীয়দের।