Cooch Behar: কোচবিহারের পানিশালায় তৃণমূলের বৈঠক চলাকালীন বোমাবাজি, গ্রেফতার ১২ জন
কোচবিহারের পানিশালায় প্রাথমিক সকুলে যুব তৃণমূলের বৈঠক চলাকালীন হল বোমাবাজি। ঘটনাস্থল থেকে উদ্ধার বোমার সুতলি। ১২ জনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। বোমাবাজির নেপথ্যে বিজেপির ষড়যন্ত্র, অভিযোগ করেছে তৃণমূল। নিজেদের অন্দরের কোন্দল চাপা দিতেই মিথ্যা অভিযোগ শাসক দলের, পাল্টা দাবি করেছে বিজেপি।
Tags :
Coochbehar Bangla News Bangla News Live Bomb Blast ABP Ananda Digital ABP Ananda Tmc ABP Ananda Live ABP Ananda Bengali News