Narendrapur Bomb Blast: নরেন্দ্রপুর থানা এলাকায় বোমাবাজি, আতঙ্কিত স্থানীয়রা
নরেন্দ্রপুর থানা এলাকায় গড়িয়া স্টেশনের কাছে নবপল্লিতে রাতে বোমাবাজি। সাতসকালে শিশু উদ্যান ও প্রাথমিক স্কুলের পাশে রাস্তায় পড়েছিল ৩টি তাজা বোমা। এভাবে রাস্তায় বোমা পড়ে থাকায় এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য অব্যাহত। পুলিশের বিরুদ্ধে নজরদারিতে গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা।
অন্যদিকে, গড়িয়া স্টেশনের কাছে নবপল্লিতে আজ যেখানে বোমা পড়েছিল, তার ৩-৪ কিলোমিটারের মধ্যে খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শান্তিপার্ক এলাকা। গত ২৮ অক্টোবর, এখানে দুষ্কৃতীদের মজুত করা বোমার হদিশ পেয়ে যাওয়ায়, ৫ নাবালকের ওপর বোমা ছোড়ার অভিযোগ ওঠে। পরে এলাকা থেকে উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি।
Tags :
Bangla News Bangla News Live Bomb Blast Narendrapur ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News Bomb