East Bardhaman: পঞ্চায়েত ভোটের আগে পূর্ব বর্ধমানে উদ্ধার হল ব্যাগ বোঝাই বোমা | ABP Ananda LIVE
পঞ্চায়েত ভোটের আগে এবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামের আনখোনা গ্রাম থেকে উদ্ধার হল বোমা। গতকাল রাতে দিঘির পাড় থেকে ব্যাগ বোঝাই বোমা উদ্ধার করে পুলিশ। ২টি ব্যাগে ১০টি বোমার মধ্যে ৪টি সকেট ও ৬টি সুতলি বোমা ছিল।