Birbhum: বীরভূমে খয়রাশোলে উদ্ধার হল ড্রাম ভর্তি তাজা বোমা | ABP Ananda LIVE
ভোট মিটলেও বারুদের স্তূপে বীরভূম। খয়রাশোলে উদ্ধার হল ড্রাম ভর্তি তাজা বোমা। রামপুরহাটে মিলল বিস্ফোরক। গতকাল বিকেলে খয়রাশোলের কৃষ্ণপুর গ্রামে ঝোপের মধ্যে প্লাস্টিকের ড্রাম দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। পরে পুলিশ গিয়ে ১৫টি তাজা বোমা উদ্ধার করে। পঞ্চায়েত ভোটের জন্যই বোমা মজুত করা হয়েছিল বলে স্থানীয়দের অনুমান। এর কয়েকঘণ্টা পরেই রামপুরহাটের রদিপুর গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রায় ১২ হাজার জিলেটিন স্টিক উদ্ধার করে পুলিশ। ৬০টি পিচবোর্ডের বাক্সে বিস্ফোরক রাখা ছিল। কী কারণে এই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছিল, খতিয়ে দেখছে রামপুরহাট থানার পুলিশ।