Bhangar: আবারও উত্তপ্ত ভাঙড় | ABP Ananda
1.দুর্গাপুরের বিজেপির কার্যকমিতির বৈঠকে দ্বিতীয় দিনেও সদস্যের বক্তব্যে বারবার হিরণের প্রসঙ্গ উঠে আসে বলে দাবি সূত্রের। এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে হিরণ চট্টোপাধ্যায় বলেন, তিনি এখন দুবাইতে রয়েছেন।
2.গতকালের পর আজ আবারও উত্তপ্ত ভাঙড় (Bhangar)। উদ্ধার ব্যাগ ভর্তি বোমা (Bomb)। তৃণমূল নেতার (TMC)বাড়ির অদূরে বোমা উদ্ধার।