Bomb Recovered : কোচবিহারে পরাজিত এক বিজেপি প্রার্থী ও এক বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমা ভর্তি ব্য়াগ !
Continues below advertisement
কোচবিহারে পরাজিত এক বিজেপি প্রার্থী ও এক বিজেপি কর্মীর বাড়ির সামনে থেকে উদ্ধার হল বোমা ভর্তি ব্য়াগ। কোচবিহার ২ নম্বর ব্লকের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় আতঙ্ক
ভোটে এখানে বিজেপির টিকিটে দাঁড়ান সক্রিয় কর্মী অভিজিৎ সরকার। কিন্তু জিততে পারেননি তিনি, তাঁরই বাড়ির সামনে উদ্ধার হয়েছে ব্য়াগ ভর্তি বোমা আরেক বিজেপি কর্মীর বাড়ির সামনে থেকেও উদ্ধার হয়েছে ব্য়াগ ভর্তি বোমা ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
Continues below advertisement