Titagarh: টিটাগড়ে বিস্ফোরণের পর আরও বোমার খোঁজে তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড
টিটাগড়ে বিস্ফোরণের পর আরও বোমার খোঁজে তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড। গতকাল সন্ধে সাড়ে ৭টা নাগাদ টিটাগড়ের উড়ানপাড়ার মাঠে বিস্ফোরণ হয়। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় দুই নাবালক। আশঙ্কাজনক অবস্থায় একজন এসএসকেএমে ভর্তি। সিসি ক্যামেরায় ধরা পড়েছে বিস্ফোরণের মুহূর্তের ছবি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা। আজ সকাল থেকে বিস্ফোরণস্থল ও তার আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড।
Tags :
Bangla News Bangla News Live Bomb Blast ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News Titagarh Bomb Squad