Bashirhat: ফের বোমাবিদ্ধ শৈশব, বসিরহাটে বোমা ফেটে জখম চতুর্থ শ্রেণির ছাত্র

Bashirhat: ফের বোমাবিদ্ধ শৈশব, হাত উড়ল স্কুলছাত্রের (School Student)। বসিরহাটে বোমা ফেটে জখম চতুর্থ শ্রেণির ছাত্র। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ । আর জি কর হাসপাতালে ভর্তি স্কুলছাত্র। প্রসঙ্গত, বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণের ঘটনা নতুন নয় পশ্চিমবঙ্গে। এর আগেও এমন ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছিল রাজ্য। তবুও আরও একবার নৃশংস অভিজ্ঞতার শিকার হতে হল চতুর্থ শ্রেণির ছাত্রকে। জানা গিয়েছে, আহত ছাত্রের নাম ইউসুফ মন্ডল। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গোলবাগান এলাকা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola