TMC-BJP: বেলঘরিয়ার পর টিটাগড়, ফের তৃণমূলের উপর হামলার অভিযোগ

Continues below advertisement

বেলঘরিয়ার পর এবার টিটাগড় (Titagarh)। ফের তৃণমূলের (TMC) উপর হামলার অভিযোগ। হামলার অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। টিটাগড় পুরানি বাজার এলাকার ঘটনা। বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা বোমা ছোড়ে বলে অভিযোগ। বোমা ফেটে জখম এক তৃণমূল কর্মীর মা ও এক পথচারী। টিটাগড় থানায় শাসকদলের তরফে অভিযোগ দায়ের। এই ঘটনায় এখনও গেরুয়া শিবিরের প্রতিক্রিয়া মেলেনি।

এদিকে তৃণমূলের পার্টি অফিসে হামলা, গুলি চালানোর অভিযোগ ঘিরে উত্তপ্ত বেলঘরিয়াও (Belgharia)। অভিযোগ, তৃণমূল পার্টি অফিস থেকে টেনে-হিঁচড়ে বের করে বন্দুকের বাট দিয়ে ২ তৃণমূল কর্মীকে মারধর করা হয়। আক্রান্ত কর্মীরা বর্তমানে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। রাতেই ঘটনাস্থলে যান মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়কের দাবি, এলাকায় প্রোমোটিংয়ের নামে দুষ্কৃতীরাজ ও সিন্ডিকেটের দাপট বেড়েছে। পাল্টা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, মদন-ঘনিষ্ঠরাই হামলার সঙ্গে যুক্ত রয়েছে। তৃণমূলের তরফে অভিযোগ জানানো হয়েছে। জানা যাচ্ছে, একটি ক্লাবের কর্তৃত্ব কাদের হাতে থাকবে, তাই নিয়েই এই ঘটনার সূচনা। প্রকাশ্যে এসেছে ঘটনার পরের মুহূর্তের সিসিটিভি ফুটেজ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram