Ram Navami Case: রামনবমীর মিছিলে বোমা, তদন্তে কিছুই পেল না পুলিশ, সিআইডির রিপোর্ট পেশ
রামনবমীর মিছিলে বোমা, তদন্তে কিছুই পেল না পুলিশ। রামনবমীর দিন মুর্শিদাবাদে অশান্তি, রিপোর্ট দিল রাজ্য। হাইকোর্টে মুর্শিদাবাদের এসপি, সিআইডির রিপোর্ট পেশ। 'একাধিক জায়গায় বোমাবাজির অভিযোগ, এখনও তদন্তে কিছু মেলেনি', হাইকোর্টে জোড়া রিপোর্ট দিয়ে দাবি রাজ্য সরকার। ১০ মে হাইকোর্টে ফের শুনানি।