West Bengal: পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে ফের বোমা উদ্ধার
পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে ফের বোমা উদ্ধার। সকালে ফাঁকা মাঠে ব্যাগ ভর্তি বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা! খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ডাকা হয় বম্ব স্কোয়াডকে। ভাঙড়ের ভোগালি এলাকায় পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার হয় চারটি তাজা বোমা। ওই এলাকায় কীভাবে বোমা এল, কে বা কারা বোমা মজুত করল, তার তদন্ত চালাচ্ছে কাশীপুর থানার পুলিশ।