Malda: পঞ্চায়েত ভোটের আগে ফের মালদায় বোমা উদ্ধার, চাষের জমিতে মিলল ৫০টির মতো কৌটো বোমা
পঞ্চায়েত ভোটের আগে ফের মালদায় (Malda) বোমা (Bomb) উদ্ধার। রতুয়ার চাঁদমণি বালুপুর গ্রামে চাষের জমিতে ৫০টির মতো কৌটো বোমা পড়ে থাকতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে, ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। একে একে সমস্ত বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়।
Tags :
Malda West Bengal Politics Congress TMC BJP CPIM Bomb Panchayat Election In Bengal Bengal Panchayat Election