Bony Sengupta: ছবি হয়নি, চুক্তিও হয়নি, কুন্তলের প্রচুর ইভেন্ট করেছি, বললেন বনি | ABP Ananda LIVE
কুন্তল ঘোষের (Kuntal Ghosh) টাকায় গাড়ি কিনেছেন অভিনেতা বনি (Boni Sengupta)। টাকা কি নিয়োগ দুর্নীতির? জানতে দফায় দফায় বনিকে জিজ্ঞাসাবাদ ইডির। ছবি হয়নি, চুক্তিও হয়নি, কুন্তলের প্রচুর ইভেন্ট করেছি, বলছেন বনি।