Recruitment Scam: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত পার্থ এবং অর্পিতা,কেউই বিপুল সম্পত্তির দায় নিতে চাইছেন না
Recruitment Scam: সম্পত্তি তুমি কার? ED সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্য়ায় এবং অর্পিতা মুখোপাধ্য়ায়, কেউই বিপুল সম্পত্তির দায় নিতে চাইছেন না। তবে কি পার্থর নামে অন্য় কেউ বেনামে সম্পত্তি কিনেছিলেন? না কি নিজেদের বাঁচাতেই এই প্রবণতা পার্থ-অর্পিতার? উত্তর খুঁজছে ED।