Bowbazar: নির্মল চন্দ্র স্ট্রিটে ছাত্রাবাসে গণপিটুনির অভিযোগ, কয়েকজন আবাসিকদের বিরুদ্ধে অভিযোগ | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: বউবাজারে মৃত ১, নির্মল চন্দ্র স্ট্রিটে ছাত্রাবাসে গণপিটুনির অভিযোগ। মোবাইল চুরির অভিযোগে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ। অভিযোগ ছাত্রাবাসের কয়েকজন আবাসিকদের বিরুদ্ধে। কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পর মৃত্যু। কোমরের নিচে আঘাত ছিল, হাসপাতাল সূত্রে খবর। গণপিটুনির ঘটনায় আটক কয়েকজন, তদন্তে পুলিশ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া রাজভবনের। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজভবনে যেতে ভয় পাচ্ছেন মহিলারা। 'কোনও মন্ত্রী,  পাবলিক অফিসিয়াল সম্পর্কে কোনও  দায়িত্বজ্ঞানহীন ঘৃণায় ভরা মন্তব্য করা উচিত নয়', শুক্রবার এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া রাজভবনের। বরানগর উপনির্বাচনে জয়ী সায়ন্তিকা, রেয়াত হোসেনের শপথ গ্রহণ নিয়ে রাজ্য- রাজ্যপাল সংঘাত অব্যাহত। 

২০২৩-এ বিহারে কনস্টেবল নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস মামলায় গ্রেফতার ৪। ধৃতদের মধ্যে ৩ জন রাজ্যের বাসিন্দা। ধৃত কৌশিক কর, সুমন বিশ্বাস, সঞ্জয় দাস উত্তর ২৪ পরগনার বাসিন্দা। গত অক্টোবরে নিট কেলেঙ্কারির কিংপিন সঞ্জীব মুখিয়া এ রাজ্যে এসে এক সপ্তাহ ছিল। মধ্যমগ্রামের কাছে গঙ্গানগরে একটি প্রিন্টিং প্রেসে প্রশ্নপত্র ছাপানো হয়, দাবি পাটনা পুলিশের। ওই প্রেসের মালিক কৌশিক কর। ধৃত ৩ জনের নিট প্রশ্নপত্র ফাঁস মামলার যোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram