Bowbazar: 'রাস্তা থেকে ধরে হোস্টেলে ঢুকিয়ে মেরেছে..', কী বললেন ব্যবসায়ী ইমরান আলম ? | ABP Ananda LIVE
বউবাজারে মৃত ১, নির্মল চন্দ্র স্ট্রিটে ছাত্রাবাসে গণপিটুনির অভিযোগ। মোবাইল চুরির অভিযোগে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ। অভিযোগ ছাত্রাবাসের কয়েকজন আবাসিকদের বিরুদ্ধে। কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পর মৃত্যু। কোমরের নিচে আঘাত ছিল, হাসপাতাল সূত্রে খবর। গণপিটুনির ঘটনায় আটক কয়েকজন, তদন্তে পুলিশ।
মোবাইল চোর সন্দেহে খাস কলকাতায় গণপ্রহারে মৃত্যু হল যুবকের। বউবাজারে ছাত্রাবাসের মধ্যে পিটিয়ে খুন করা হল, ৩৭ বছরের ইরশাদ আলমকে। বেলগাছিয়ার জে কে ঘোষ রোডের বাসিন্দা ইরশাদ। কাজ করেন চাঁদনি চকের একটি টেলিভিশন সারাইয়ের দোকানে। শুক্রবার সকালে বউবাজারের নির্মলচন্দ্র স্ট্রিটের ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এই রাস্তাতেই রয়েছে উদয়ন হস্টেল। অভিযোগ, সেই সময়ই তাঁকে টেনে-হিঁচড়ে হস্টেলের ভিতরে নিয়ে যায় আবাসিকরা। হস্টেলের গেট বন্ধ করে, ভিতরের রুমে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় ইরশাদ আলমকে। পুলিশ পৌঁছনোর পরও হস্টেলের তালাই খোলেনি আবাসিকরা। প্রায় আধঘণ্টা পর খোলা হয় তালা। মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় গুরুতর জখম ইরশাদের।