Bowbazar: 'এলাকার সমস্ত ইঞ্জিনিয়ারিংয়ের দায়িত্ব নেওয়ার কথা বললেও ওঁরা নেয়নি', সরব ফিরহাদ।Bangla News

Continues below advertisement

২০১৯ এর বউবাজারের দুর্গা পিতুরি লেনের ফাটল-আতঙ্ক ফিরল আবার ২০২২-এ। এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, “এই বাড়িগুলি যেহেতু পুরনো ভিত দেওয়া বাড়ি যখনই নিচের মাটি একটু দুর্বল হয়ে যায় তখনই ভিতটা বসে যায়। এই পরিস্থিতিতে এই বাড়িগুলি রাখা কতটা নিরাপদ এটা ডিজি বিল্ডিং ইঞ্জিনিয়ার টিম নিয়ে এসে খতিয়ে দেখবেন। তারপর দু’পক্ষের মিটিং-এ সমস্ত তথ্য পেশ করা হবে। তারপর দু’পক্ষ মিলে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা কী করব। মাটি বসে যাচ্ছে বলে এই বাড়িগুলি খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে। একটা দায়িত্বজ্ঞানহীনতা তো আছেই ওঁরা বলেছিল এলাকার সমস্ত ইঞ্জিনিয়ারিং দায়িত্ব নেবে সেটা তো নেয়নি বোঝা যাচ্ছে আজকের ফাটলে’।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram