Bowbazar: কেন বারবার একই জায়গায় ঘটছে বিপত্তি? বিপত্তির দায় নিয়ে চাপানউতোর।Bangla News

Continues below advertisement

মাত্র আড়াই বছরের ব্যবধানে দুবার বিপর্যয়। বউবাজারে একই জায়গায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মাণে বাববার বিপত্তি। ২০১৯-এর পর এবার দুর্গাপিটুরি লেনে পরপর বাড়িতে ফাটল। রাতারাতি ঘরছাড়া বহু পরিবার। ভিটে ছেড়ে হোটেলে ঠাঁই নিতে বাধ্য হয়েছেন ১৪১ জন। পরিস্থিতিতে সকলের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেন বারবার একই জায়গায় ঘটছে বিপত্তি? এই বিপত্তির দায় কার?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram