Bratya Basu : 'কত পদ তৈরি করা দরকার দ্রুত জানাতে বলা হয়েছে এসএসসিকে' জানালেন ব্রাত্য বসু। Bangla News
Continues below advertisement
'এসএসসি সবটা খতিয়ে দেখে কত পদ তৈরি করা দরকার সেই সংখ্যাটা দ্রুত জানাতে বলা হয়েছে। আইনি প্রক্রিয়ার দিকটা খতিয়ে দেখা হচ্ছে। তবে শুধুমাত্র শিক্ষা দফতরের ওপর সবটা নির্ভর করে না, অর্থ দফতর, আইন দফতর, ক্যাবিনেটের ছাড়পত্র লাগবে। শিক্ষা দফতর সবরকমভাবে চেষ্টা করবে।' এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
‘সবার চাকরি হবে, আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী, মেধাতালিকায় নাম থাকা একজনও যেন বঞ্চিত না হয়, আলোচনা সদর্থক হয়েছে’, ‘সকলের নিয়োগপত্র পেলেই আন্দোলন বন্ধ’, ‘শান্তিপূর্ণ ধর্না-অবস্থান চলবে’, ‘প্যানেলে অসঙ্গতি আছে, সবাই নিয়োগের যোগ্য’, ‘আরও একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আশা করি সবার চাকরি হবে’, ‘৬০০০-এর মধ্যে ২১৫৯টি সিট তৈরি করা আছে’ জানালেন ধর্নারত এসএসসি চাকরিপ্রার্থীদের প্রতিনিধি শহীদুল্লাহ।
Continues below advertisement
Tags :
SSC ABPAnanda #ABPAnandaLive Banglanews BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital এবিপিআনন্দ এবিপিআনন্দলাইভ বাংলাখবর Jobseekers BratyaBasu