Bratya Basu:‘প্রয়োজনে এগোবে গরমের ছুটি’, জানালেন শিক্ষামন্ত্রী।Bangla News
Continues below advertisement
তীব্র দহনে পুড়ছে রাজ্য, ৪০ ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রা (Kolkata Weather)। পড়ুয়াদের সুবিদার্থে ইতিমধ্যেই ‘দুপুরের স্কুল সকাল’-এ চালুর নির্দেশিকা পৌঁছেছে স্কুলগুলোতে। জানানো হয়েছে নির্দেশের পর গরমের ছুটি এগোনো নিয়েও আলোচনা হবে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) জানিয়েছেন, প্রয়োজনে এগোবে গরমের ছুটি। সোম-মঙ্গলবারের আবহ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠানো হয়েছে বলে জানান ব্রাত্য বসু (Bratya Basu)।
Continues below advertisement
Tags :
ABP Ananda Heat Wave School Weather Update Bratya Basu ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Kolkata Weather Update Bengal Weather Update Weather Today Weather In Bengal Weather In Kolkata এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু Heat Wave In India এবিপি আনন্দ