Bratya Basu: 'অনাবৃষ্টি বা বৃষ্টির আশঙ্কায় কৃষিকাজ বন্ধ থাকতে পারে  না', হাইকোর্টে OBC নির্দেশের আগে মন্তব্য ব্রাত্যর | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: 'অনাবৃষ্টি বা বৃষ্টির আশঙ্কায় কৃষিকাজ বন্ধ থাকতে পারে  না' । 'কোনও নির্দেশ এলে আপদকালীন ব্যবস্থা নেব' । হাইকোর্টে OBC নির্দেশের আগে মন্তব্য শিক্ষামন্ত্রীর 

আরও খবর...

ছাব্বিশের আগে উত্তর ২৪ পরগনায় প্রকাশ্যে শাসক কোন্দল। 'পার্থ ভৌমিক এই জেলায় চাবি ঘোরানোর কে?' 'কেন পার্থ ভৌমিকের কথা মতো জেলার কাজ চলবে?' জেলা সভাপতির সামনে পার্থ ভৌমিককে সম্পর্কে ক্ষোভপ্রকাশ মমতা ঠাকুরের । দিল্লি যাওয়ায় বনগাঁ সাংগঠনিক জেলার প্রথম বৈঠকে থাকতে পারেননি মমতা ঠাকুর । জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসকে বৈঠক পিছনোর অনুরোধ মমতা ঠাকুর। পার্থ ভৌমিকের নির্দেশে ওই বৈঠক হয়ে গেছে, মমতা ঠাকুরকে জানান বিশ্বজিৎ দাস। ঘটনা ঘিরে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। 'এই নিয়ে জেলা সভাপতি কথা বলবেন' । বিতর্ক এড়িয়ে প্রতিক্রিয়া পার্থ ভৌমিকের।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola