Bratya Basu: আপার প্রাইমারি, নবম-দশম, একাদশ-দ্বাদশে নতুন নিয়োগ নিয়ে দ্রুত সিদ্ধান্ত: ব্রাত্য বসু
‘নতুন নিয়োগ নিয়ে দ্রুত সিদ্ধান্ত। আপার প্রাইমারি, নবম-দশম, একাদশ-দ্বাদশে নতুন নিয়োগ নিয়ে দ্রুত সিদ্ধান্ত।৮ অগাস্ট বৈঠকের জন্য চিঠি দেবেন বলে জানিয়েছিলেন এসএসসি আন্দোলনকারীরা। এখনও চিঠি দেননি, নিশ্চয় দেবেন। বেআইনিভাবে কিছু করতে চাই না, আইনি সম্ভাবনা খতিয়ে দেখব। ‘রুলের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন করা হচ্ছে’, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
Tags :
Job ABPAnanda #ABPAnandaLive Banglanews BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital এবিপিআনন্দ এবিপিআনন্দলাইভ বাংলাখবর BratyaBasu EducationMinister