Bratya Basu: স্টুডেন্টস কাউন্সিল তৈরি হল লরেটো কলেজে, উপস্থিত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

ABP Ananda Live: রাজনৈতিক শ্লোগান নেই। দেওয়ালে পোস্টার নেই। এমনই এক অভিনব আদ্যন্ত অরাজনৈতিক আবহে স্টুডেন্টস কাউন্সিল তৈরি হল লরেটো কলেজে। এই উপলক্ষ্যে সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষিকাদের উপস্থিতিতে গান ও নাচের অনুষ্ঠান হল কলেজে। মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রী। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে student president, vice president আর treasurer ছাড়া ২০টি স্টুডেন্ট সোসাইটির পদাধিকারী এবং ১১টি ডিপার্টমেন্ট এর class representative রা শপথ নেয়। কেলেঙ্কারির ধারাবাহিকতার মধ্যে বাজারে নতুন দুর্নীতি। পরীক্ষার পবিত্রতার সঙ্গে আপস না করায় বাতিল হল UGC-NET. CBI তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্ন হল মাথা কি ধরা পড়বে? পরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যে UGC-NET বাতিল নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola