Gitapath: গীতা পাঠের দিন 'আমিষ খাবার বিক্রি' করায় বিক্রেতাকে মার? বিক্রেতাকে মারধরের ভিডিও ভাইরাল
ABP Ananda LIVE : গীতা পাঠের দিন 'আমিষ খাবার বিক্রি' করায় বিক্রেতাকে মার? 'ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর, স্টল ভাঙচুর', চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের ভিডিও ভাইরাল। প্যাটিস বিক্রেতাকে মার, ময়দান থানায় অভিযোগ সিপিএমের।
'আমার পার্টি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না', আমার সমর্থন লাগবেই', হুঙ্কার হুমায়ুনের!
বাবরি মসজিদের শিলান্যাসের পরেই বার্তা হুমায়ুন কবীরের। সদ্য সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের গলায় শোনা গেল নতুন হুঙ্কার। নতুন দলের আত্মপ্রকাশের আগে সদ্য সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের গলায় 'কিং মেকার'-এর সুর।
ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল নেতা ও বিধায়ক হুমায়ুন কবীর বলেন, 'আমার পার্টি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না, আমার সমর্থন লাগবেই। আমরা এখন এমনই অবস্থায় আছি। ধীরে ধীরে সেটা প্রমাণ করে ছাড়ব। প্রচারেও করব, নির্বাচন কমিটিতেও সেটা দেখাবো। যাদের প্রার্থী করব, তাদের তালিকা দেখলেই বুঝবে সকলে। হুঙ্কার দিচ্ছি না। আমি করে দেখানোর লোক। ২২ ডিসেম্বর আসতে দিন, ১ লক্ষের জমায়েত করব'।