Basirhat News: দাদার হত্যার ২ মাসের মধ্যেই ভাইয়ের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ
ABP Ananda LIVE: দাদার বদলা নিতেই কি বসিরহাটে শ্যুটআউট? দাদার হত্যার ২ মাসের মধ্যেই ভাইয়ের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ।বসিরহাটের ঘুনা গ্রামে শ্যুটআউট।মইদুল নামে এক ব্যক্তির বাড়িতে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। জাকির গাজির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ।বসিরহাট থানায় অভিযোগ দায়ের জাকির গাজির বিরুদ্ধে।জুন মাসে বসিরহাটে চায়ের দোকানে খুন হয় তৃণমূল কর্মী আনোয়ার গাজি ।আনোয়ার খুনে আগেই গ্রেফতার ৭ জন, এখনও অধরা ২ জন গুলি করে কুপিয়ে খুন করা হয় আনোয়ার গাজিকে। কী কারণে চলল গুলি, খতিয়ে দেখছে পুলিশ'।
এসএসসির পর এবার প্রাথমিক নিয়োগ মামলাতেও উঠল 'যোগ্য-অযোগ্য' প্রসঙ্গ
এসএসসির পর এবার প্রাথমিক নিয়োগ মামলাতেও উঠল 'যোগ্য-অযোগ্য' প্রসঙ্গ। কারা 'বিশেষ সুবিধা' পেয়েছেন, কারা পাননি সেটা কীভাবে আলাদা করব? প্রশ্ন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর। আমরা কোনও 'বিশেষ সুবিধা' পায়নি বলে দাবি করেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষকদের একাংশের আইনজীবী। তখনই বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন যে কারা "বিশেষ সুবিধা" পেয়েছে আর কারা পায়নি সেটা কীভাবে আলাদা করব ? একইভাবে এসএসসি মামলা চলাকালীন বিচারপতি দেবাংশু বসাকও বারবার স্কুল সার্ভিস কমিশনকে প্রশ্ন করেছিলেন যে 'যোগ্য-অযোগ্য' আলাদা করা যাবে ? চূড়ান্ত রায়ে ডিভিশন বেঞ্চ জানিয়েছিল যে, চাল আর কাঁকড় আলাদা করা সম্ভব হচ্ছে না বলে পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিতে বাধ্য হচ্ছে ডিভিশন বেঞ্চ।