CPIM Leader Murder: বারাবনিতে খুন সিপিএম নেতার ভাই, রাজনৈতিক শত্রুতা?
Continues below advertisement
পঞ্চায়েত ভোটের মুখে পশ্চিম বর্ধমানের বারাবনিতে খুন সিপিএম নেতার ভাই। মৃত রাম কোড়ার দাদা বারাবনির নুনি গ্রাম পঞ্চায়েতের সিপিএমের প্রাক্তন উপ প্রধান। আসনবনি গ্রামের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে সিপিএম নেতার ভাইয়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। দেহে একাধিক আঘাতের চিহ্ন থাকার অভিযোগ। রাজনৈতিক শত্রুতা, না কি ব্যক্তিগত আক্রোশ? খুনের কারণ খতিয়ে দেখতে তদন্ত।
Continues below advertisement
Tags :
Murder Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News Cpim Barabani