Cow smuggling: BSF এর যোগসাজসেই গরু পাচার, বিস্ফোরক দাবি ED এর
'বিএসএফের (BSF) যোগসাজশেই গরুপাচার করা হত'
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা বিএসএফের বিরুদ্ধে দাবি কেন্দ্রীয় সরকারের আরেকটি সংস্থা ইডি
সূত্রের খবর, চার্জশিটে ইডি দাবি করেছে, গরুবোঝাই ট্রাকগুলিকে একটি টোকেন দেওয়া হত
সিন্ডিকেটের মাধ্যমে এই টোকেন দেওয়া হত, দাবি ইডি-র চার্জশিটে
কোথাও ট্রাক আটকালে, টোকেন দেখালেই সীমান্তে যাওয়ার সবুজ সংকেত মিলত, খবর সূত্রের
সূত্রের খবর, চার্জশিটে ইডি-র দাবি করেছে, রাত ১১ থেকে ৩, এই ৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশে গরুপাচার হত
এরজন্য মোটা অঙ্কের টাকা পৌঁছত বিএসএফের একাংশের কাছে, খবর সূত্রের
মুর্শিদাবাদ সীমান্তে বেশ কয়েকটি জায়গা ঠিক করা ছিল, দাবি ইডির চার্জশিটে
যেখান দিয়ে নদী পথে বাংলাদেশে গরু পাচার হত, দাবি ইডি-র চার্জশিটে