BSF: এবার শীতলকুচি, গ্রামবাসীর অস্বাভাবিক মৃত্য়ুতে ফের বিতর্কে বিএসএফ
গীতালদহের পর এবার শীতলকুচি। গ্রামবাসীর অস্বাভাবিক মৃত্য়ুতে কোচবিহারে ফের বিতর্কে বিএসএফ (BSF)। সীমান্তে পিটিয়ে খুনের অভিযোগ উঠল সীমান্তরক্ষীদের বিরুদ্ধেই। তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।