Buddha Purnima: চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে পালিত হল বুদ্ধ পূর্ণিমা, হল ভক্তিগীতি এবং বুদ্ধের জীবনী পাঠও | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে পালিত হল বুদ্ধ পূর্ণিমা । এদিন প্রথমে সন্ধ্যা আরতি হয় । মূল মন্দিরের ডান দিকে বুদ্ধদেবের প্রতিকৃতি ফুলমালা ও আলো দিয়ে সাজানো হয় ।বিভিন্ন রকম ফল, মিষ্টি সহযোগে পুজো করেন মঠের সন্ন্যাসীরা হয় ভক্তিগীতি এবং বুদ্ধের জীবনী পাঠও । পুজো শেষে ভক্ত এবং দর্শকদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়

তিন দিনব্যাপী অনুষ্ঠান সূচনা হল বুদ্ধগয়া বা বোধগয়াতে। ২৩ মে বুদ্ধ পূর্ণিমা। ২২ মে অনুষ্ঠানে সূচনা হয়। গৌতম বুদ্ধের ২৫৬৮তম আবির্ভাব বার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় এই অনুষ্ঠান। বুধবার এই অনুষ্ঠানটির সূচনা হয় ক্ষীর উৎসর্গ করার মধ্য দিয়ে। ওয়ার্ল্ড হেরিটেজ মহাবোধি মহাবিহারে থাইল্যান্ডের কনসুলেট জেনারেল সিরিপর্ন তাতিয়াথেপ উপস্থিত ছিলেন। তিনিই গৌতম বুদ্ধের শান্ত সমাহিত মূর্তির সম্মুখে ক্ষীর অর্পণ করেন। প্রসঙ্গত, উপাসিকা পাপশ্চরণের সঙ্গে যুক্ত রয়েছেন সিরিপর্ন তাতিয়াথেপ। চলতি বছরে বুদ্ধ জয়ন্তীর মূল উদ্যোক্তার ভূমিকায় তারাই ছিলেন। এই দিন বৌদ্ধধর্মাবলম্বীদের বোধগয়াতে নিয়ে আসার জন্য একটি বাসের ব্যবস্থাও করা হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram